Somoy Academy: The Future Shapers

Shaping Minds, Shaping Futures.

Innovate, Educate, Elevate

Your Path to Success Starts Here.

Where Dreams Meet Education

Empowering Knowledge, Inspiring Growth.

Igniting Brighter Futures Today

Empowering Learners to Lead Tomorrow.

Somoy Academy: Pioneers of Tomorrow's Learning

Leading the Way in Modern Education

Showing posts with label বিজ্ঞান. Show all posts
Showing posts with label বিজ্ঞান. Show all posts

৭ম শ্রেণি বিজ্ঞান কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

 ৭ম শ্রেণি বিজ্ঞান কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

১। পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস বলে।


২। পরমাণুর স্থায়ী কণিকা তিনটি: প্রোটন, নিউট্রন, এবং ইলেকট্রন।


৩। প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা ১১৮টি (এ পর্যন্ত আবিষ্কৃত)।


৪। গলনাঙ্ক পদার্থের ভৌত ধর্ম।


৫। তাপের একক হলো কেলভিন (K)। (অন্যান্য একক: সেলসিয়াস (℃), ফারেনহাইট (℉), এবং জুল)।


৬। খাবার লবণের সংকেত: NaCl।


৭। ধাতব পদার্থ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী।


৮। কোষের শক্তিঘর হলো মাইটোকন্ড্রিয়া।


৯। নিউক্লিয়াসের আবিষ্কারক আর্নেস্ট রাদারফোর্ড।


১০। শরীরের তাপমাত্রা 38°℃ হলে ফারেনহাইট স্কেলে তা হবে:


°F = (°C × \frac{9}{5}) + 32 = (38 × 1.8) + 32 = 100.4°F


নিচে আরও কিছু প্রশ্নের উত্তর দেওয়া হলো:


১১। পৃথিবীর উপগ্রহের নাম কী?

উত্তর: পৃথিবীর উপগ্রহের নাম চাঁদ।


১২। কোন গ্যাস শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজন?

উত্তর: অক্সিজেন (O₂)।


১৩। আলো বাতাসে কোন ভিটামিন তৈরি হয়?

উত্তর: ভিটামিন ডি।


১৪। পানির রাসায়নিক সংকেত কী?

উত্তর: H₂O।


১৫। লোহা জং ধরে কোন গ্যাসের কারণে?

উত্তর: অক্সিজেন (O₂) এবং জলীয় বাষ্প।


১৬। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নাম কী?

উত্তর: প্রশান্ত মহাসাগর (Pacific Ocean)।


১৭। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?

উত্তর: বৃহস্পতি (Jupiter)।


১৮। কোন গ্যাসকে হাসির গ্যাস বলা হয়?

উত্তর: নাইট্রাস অক্সাইড (N₂O)।


১৯। বিদ্যুতের একক কী?

উত্তর: ওয়াট (Watt)।


২০। সূর্যের শক্তি কোথা থেকে উৎপন্ন হয়?

উত্তর: সূর্যের শক্তি নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া থেকে উৎপন্ন হয়।



নিচে আরও কিছু প্রশ্নের উত্তর দেওয়া হলো:


২১। সবচেয়ে হালকা গ্যাস কোনটি?

উত্তর: হাইড্রোজেন (H₂)।


২২। দুধের প্রধান উপাদান কী?

উত্তর: ল্যাকটোজ।


২৩। বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি গ্যাস কোনটি?

উত্তর: নাইট্রোজেন (N₂) (প্রায় ৭৮%)।


২৪। কোন ধাতু তরল অবস্থায় পাওয়া যায়?

উত্তর: পারদ (Mercury)।


২৫। কোন প্রাণী ডানা থাকলেও উড়তে পারে না?

উত্তর: উটপাখি (Ostrich)।


২৬। মানুষের শরীরে রক্তের pH মান কত?

উত্তর: ৭.৩৫ থেকে ৭.৪৫।


27। কোন মৌলকে রাসায়নিক বিক্রিয়ার রাজা বলা হয়?

উত্তর: কার্বন (C)।


২৮। মানবদেহের মোট হাড়ের সংখ্যা কত?

উত্তর: ২০৬টি।


২৯। কোনটি সবচেয়ে দ্রুত গতির প্রাণী?

উত্তর: চিতা (Cheetah)।


৩০। শব্দের গতি সবচেয়ে বেশি কোথায়?

উত্তর: ঘন কঠিন পদার্থে শব্দের গতি সবচেয়ে বেশি।

নিচে আরও কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হলো:


৩১। সূর্য কী ধরনের তাপ ও আলো উৎপন্ন করে?

উত্তর: নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে।


৩২। সবচেয়ে দ্রুতবেগে চলা পাখি কোনটি?

উত্তর: পারেগ্রিন ফ্যালকন (Peregrine Falcon)।


৩৩। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত?

উত্তর: প্রায় ০.০৩% (ভলিউমে)।


৩৪। কোন গাছ সবচেয়ে বেশি অক্সিজেন উৎপন্ন করে?

উত্তর: গাছপালা যা বড় পাতা এবং বেশি ক্লোরোফিল ধারণ করে, যেমন অশ্বত্থ গাছ (Peepal Tree)।


৩৫। এক কিলোগ্রামে কয় গ্রাম?

উত্তর: ১০০০ গ্রাম।


৩৬। কোন গ্যাস বায়ুমণ্ডলে ওজোন স্তর তৈরি করে?

উত্তর: অক্সিজেন (O₂)।


৩৭। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র কোনটি?

উত্তর: মেরিয়ানা ট্রেঞ্চ (Mariana Trench)।


৩৮। বিদ্যুতের প্রবাহের দিক কোনটি?

উত্তর: ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক।


৩৯। DNA-এর পূর্ণরূপ কী?

উত্তর: Deoxyribonucleic Acid।


৪০। প্রাণীকোষে প্রোটিন তৈরি করে কোন অঙ্গাণু?

উত্তর: রাইবোসোম।

নিচে আরও কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হলো:


৪১। মানুষের শরীরে কোন অঙ্গটি সবচেয়ে বড়?

উত্তর: ত্বক (Skin)।


৪২। সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী কোনটি?

উত্তর: নীল তিমি (Blue Whale)।


৪৩। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?

উত্তর: ভিটামিন কে (Vitamin K)।


৪৪। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর থাকে?

উত্তর: স্ট্র্যাটোস্ফিয়ার (Stratosphere)।


৪৫। চুম্বকের দুই প্রান্তকে কী বলে?

উত্তর: উত্তর মেরু (North Pole) এবং দক্ষিণ মেরু (South Pole)।


৪৬। ক্যালোরি কী মাপার একক?

উত্তর: শক্তি বা তাপ।


৪৭। কোন গ্যাস অগ্নি নির্বাপনে ব্যবহৃত হয়?

উত্তর: কার্বন ডাই অক্সাইড (CO₂)।


৪৮। কোন গাছকে "বনজ সম্পদের রানী" বলা হয়?

উত্তর: টি গাছ (Teak Tree)।


৪৯। প্লাস্টিক কী ধরনের পদার্থ?

উত্তর: সিনথেটিক পলিমার।


৫০। সবচেয়ে দ্রুতবেগে আবর্তনকারী গ্রহ কোনটি?

উত্তর: বৃহস্পতি (Jupiter)।


৫১। মানুষের রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?

উত্তর: অক্সিজেন বহন করা।


৫২। চোখের রঙ নির্ধারণ করে কোনটি?

উত্তর: আইরিস (Iris)।


৫৩। মাটির pH মান নির্ধারণ করে কী?

উত্তর: মাটির অম্ল-ক্ষারত্ব।


৫৪। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়?

উত্তর: মঙ্গল গ্রহ (Mars)।


৫৫। ডাইনামাইটের আবিষ্কারক কে?

উত্তর: আলফ্রেড নোবেল (Alfred Nobel)।


৫৬। পানির অণুতে কতটি হাইড্রোজেন পরমাণু থাকে?

উত্তর: দুটি (H₂O)।


৫৭। শব্দের একক কী?

উত্তর: ডেসিবেল (dB)।


৫৮। পেট্রোলিয়াম কী ধরনের সম্পদ?

উত্তর: প্রাকৃতিক জ্বালানি সম্পদ।


৫৯। কোন ধাতু সবচেয়ে বেশি নমনীয়?

উত্তর: সোনা (Gold)।


৬১। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি?

উত্তর: বুধ (Mercury)।


৬২। কোন ভিটামিন সূর্যালোক থেকে পাওয়া যায়?

উত্তর: ভিটামিন ডি (Vitamin D)।


৬৩। লাল রঙের রক্তকণিকা কোথায় তৈরি হয়?

উত্তর: অস্থিমজ্জা (Bone Marrow)।


৬৪। কোন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে কম?

উত্তর: বায়ু (Air)।


৬৫। কোন গ্যাস জীবাশ্ম জ্বালানি পোড়ানোর সময় বেশি উৎপন্ন হয়?

উত্তর: কার্বন ডাই অক্সাইড (CO₂)।


৬৬। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি?

উত্তর: এভারেস্ট (Mount Everest)।


৬৭। সূর্যের শক্তির প্রধান উৎস কী?

উত্তর: হাইড্রোজেন ফিউশন।


৬৮। কোন মৌলকে ধাতুর রাজা বলা হয়?

উত্তর: সোনা (Gold)।


৬৯। কোন গ্রহকে সৌরজগতের রত্ন হিসেবে আখ্যা দেওয়া হয়?

উত্তর: শনি (Saturn)।


৭০। জীববিজ্ঞানে "কোষতত্ত্বের জনক" কে?

উত্তর: রবার্ট হুক (Robert Hooke)।


৭১। সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক এসিড কোনটি?

উত্তর: হাইড্রোক্লোরিক এসিড (HCl)।


৭২। রক্তের কোন উপাদান জমাট বাঁধতে সাহায্য করে?

উত্তর: প্লাটিলেট (Platelets)।


৭৩। কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে?

উত্তর: শনি (Saturn)।


৭৪। কোন প্রাণী সবচেয়ে বেশি সময় ধরে ঘুমায়?

উত্তর: কোয়ালা (Koala)।


৭৫। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি?

উত্তর: সাহারা মরুভূমি (Sahara ডেসেরত



৬০। আলোর গতি কত?

উত্তর: প্রায় ৩ লাখ কিলোমিটার/সেকেন্ড (299,792 কিমি/সেকেন্ড)।