৯ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি গুরুত্বপূর্ণ এককথায় উত্তর দাও

 এক কথায় উত্তর দাও: 

১. যে সব অপরাধ অনলাইন বা ইন্টারনেট মাধ্যমে ব্যবহার করা হয়ে থাকে সেগুলো কী? 

২. ডিজটাল প্ল্যাটফর্মে ফেইক নিউজ ছড়ানো অপরাধীর সর্বোচ্চ কত বছর কারাদন্ড হতে পারে? 

৩. ই-পাসপোর্ট এ কী থাকে? 

৪. স্বচ্ছতা কি? 

৫. তথ্য অবমুক্ত করার নীতিমাল কবে প্রকাশ হয়? 

৬. ওয়ার্ড প্রেস কি ধরনের প্লাটফর্ম?  

৭. সব থেকে ধীর গতি ও সস্তা ক্যাবল কোনটি? 

উত্তর:

১. সাইবার ক্রাইম।

২. সর্বোচ্চ ১০ বছর।

৩. বায়োমেট্রিক তথ্য।

৪. কাজ ও তথ্য প্রকাশের উন্মুক্ততা।

৫. ২০০৯ সালে।

৬. ওপেন সোর্স CMS।

৭. টুইস্টেড পেয়ার ক্যাবল।



আরো: 


১. ডাটা প্রাইভেসি কী?


ব্যক্তিগত তথ্য সুরক্ষার পদ্ধতি।



২. ইন্টারনেটের মাধ্যমে টাকা চুরিকে কী বলে?


ফিশিং।

somoy Academy 


৩. অনলাইন পরিচয়ের বৈধতা যাচাই পদ্ধতি কী?


অথেনটিকেশন।



৪. কম্পিউটারে ভাইরাস প্রতিরোধের সফটওয়্যার কী?


অ্যান্টিভাইরাস।



৫. বাংলাদেশের প্রথম ই-পাসপোর্ট চালু হয় কবে?


২০২০ সালে।



6. সাইবার নিরাপত্তা কী?


ডিজিটাল ডিভাইস রক্ষার পদ্ধতি।





৭. কম্পিউটারে ভাইরাস কীভাবে ছড়ায়?


সংক্রমিত ফাইল বা লিংক থেকে।



৮. ওয়াইফাই কী?


বেতার ইন্টারনেট প্রযুক্তি।



৯. সবচেয়ে দ্রুত গতির ক্যাবল কোনটি?


অপটিক্যাল ফাইবার।


somoy Academy 

১০. ইমেইল বাউন্স মানে কী?

- ইমেইল ডেলিভারি ব্যর্থ হওয়া।


১১. কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়?

- সিপিইউ।


১২. একাধিক ডিভাইসের সংযোগ ব্যবস্থা কী?

- নেটওয়ার্ক।


১৩. আইপি অ্যাড্রেস কী?

- ডিভাইসের অনন্য ঠিকানা।


১৪. ফেসবুক প্রতিষ্ঠিত হয় কবে?

- ২০০৪ সালে।


১৫. ভার্চুয়াল রিয়ালিটি কী?

- কৃত্রিম বাস্তবতা।


১৬. ক্রিপ্টোকারেন্সি কী?

- ডিজিটাল মুদ্রা।


১৭. বাংলাদেশে প্রথম সাইবার আইন চালু হয় কবে?

- ২০০৬ সালে।


১৮. ইন্টারনেটের প্রতিষ্ঠাতা কে?

- ভিন্ট সার্ফ।


১৯. ফায়ারওয়াল কী?

- নেটওয়ার্ক সুরক্ষার পদ্ধতি।


২০. স্মার্টফোনের অপারেটিং সিস্টেম কী?

- অ্যান্ড্রয়েড বা iOS।


আরো: 


আরো ২০টি প্রশ্ন ও উত্তর:


২১. বাংলাদেশের প্রথম সাইবার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় কবে?

- ২০১৩ সালে।

somoy Academy 

২২. ইন্টারনেট সংযোগের সর্বোচ্চ নিরাপত্তা কী?

- VPN।


২৩. পাবলিক এবং প্রাইভেট কী-এর ব্যবহার কোন নিরাপত্তা পদ্ধতি?

- ক্রিপ্টোগ্রাফি।


২৪. DNS কী কাজ করে?

- ডোমেইন নামকে আইপি ঠিকানায় রূপান্তর করে।


২৫. ডিপফেক কী?

- ভিডিও বা ছবির বিকৃত প্রযুক্তি।


২৬. কম্পিউটারে RAM এর কাজ কী?

- অস্থায়ী ডেটা সংরক্ষণ।


২৭. ব্লুটুথ কী ধরনের প্রযুক্তি?

- বেতার যোগাযোগ প্রযুক্তি।


২৮. ডিডস আক্রমণ কী?

- সার্ভারকে অকার্যকর করার সাইবার হামলা।


২৯. ট্রোজান ভাইরাস কী?

- ক্ষতিকর প্রোগ্রাম যা বৈধ সফটওয়্যারের মতো দেখায়।


৩০. URL এর পূর্ণরূপ কী?

- Uniform Resource Locator।


৩১. ISP কী?

- ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার।


৩২. ম্যালওয়্যার কী?

- ক্ষতিকর সফটওয়্যার।


৩৩. ডার্ক ওয়েব কী?

- ইন্টারনেটের অপ্রকাশিত অংশ।


৩৪. অনলাইন পেমেন্টের জন্য জনপ্রিয় গেটওয়ে কোনটি?

- PayPal।


৩৫. HTML কী?

- ওয়েব পেজ তৈরির ভাষা।


৩৬. ক্রাউডফান্ডিং কী?

- গণ অর্থ সংগ্রহ।


৩৭. কম্পিউটারের স্থায়ী মেমোরি কী?

- ROM।


৩৮. বায়োমেট্রিক নিরাপত্তা কীভাবে কাজ করে?

- শারীরিক বৈশিষ্ট্যের মাধ্যমে।


৩৯. IoT এর পূর্ণরূপ কী?

- Internet of Things।


৪০. ডেটা ব্রিচ কী?

- অননুমোদিত ডেটা চুরি।


আরো: 


আরো ৩০টি প্রশ্ন ও উত্তর:


৪১. ইন্টারনেট অফ থিংস (IoT) কী?

- সংযুক্ত ডিভাইসের নেটওয়ার্ক।


৪২. QR কোড কী?

- দ্রুত তথ্য স্ক্যান করার কোড।

somoy Academy 

৪৩. রোবোটিক্স কী?

- রোবট তৈরির বিজ্ঞান।


৪৪. বাংলাদেশে ৫জি প্রযুক্তি চালু হয় কবে?

- ২০২১ সালে।


৪৫. কম্পিউটার ভাইরাসের নাম কী?

- WannaCry।


৪৬. ক্লাউড স্টোরেজ কী?

- অনলাইনে ডেটা সংরক্ষণের পদ্ধতি।


৪৭. অ্যানালগ এবং ডিজিটালের পার্থক্য কী?

- অ্যানালগ ক্রমাগত সিগন্যাল, ডিজিটাল দ্বিমাত্রিক।


৪৮. ব্রাউজার কী?

- ওয়েবসাইট দেখার সফটওয়্যার।


৪৯. অপটিক্যাল ডিস্কের উদাহরণ কী?

- CD, DVD।


৫০. কম্পিউটারের অপারেটিং সিস্টেম কী?

- Windows, Linux, macOS।


৫১. মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ব্যবহৃত ভাষা কী?

- Java, Swift।


৫২. গুগল চালু হয় কবে?

- ১৯৯৮ সালে।


৫৩. অনলাইন লেনদেনে জনপ্রিয় প্রটোকল কোনটি?

- HTTPS।


৫৪. বাংলাদেশে সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণীত হয় কবে?

- ২০১৮ সালে।


৫৫. ওপেন সোর্স সফটওয়্যার উদাহরণ কী?

- Linux।


৫৬. স্প্যাম কী?

- অনাকাঙ্ক্ষিত ইমেইল।


৫৭. কম্পিউটারে ভাইরাসের বিপরীতে কার্যকর পদ্ধতি কী?

- অ্যান্টিভাইরাস সফটওয়্যার।


৫৮. ব্ল্যাক হ্যাট হ্যাকার কী?

- ক্ষতিকর উদ্দেশ্যে হ্যাক করে।


৫৯. ডিজিটাল সিগনেচার কী?

- ইলেকট্রনিক অথেনটিকেশন।


৬০. হোস্টিং সার্ভার কী?

- ওয়েবসাইট সংরক্ষণের জায়গা।


৬১. ডেটা এনক্রিপশন কী?

- তথ্যকে কোডে রূপান্তর।

somoy Academy 

৬২. কম্পিউটার নেটওয়ার্কে প্যাকেট কী?

- ডেটা পরিবহনের ছোট ইউনিট।


৬৩. স্মার্ট ডিভাইস কী?

- ইন্টারনেট সংযুক্ত যন্ত্র।


৬৪. ভার্চুয়াল মেশিন কী?

- সফটওয়্যারের মাধ্যমে তৈরি কম্পিউটার সিস্টেম।


৬৫. ডাটা মাইনিং কী?

- ডেটা থেকে তথ্য বিশ্লেষণ।


৬৬. নেটওয়ার্কের প্রধান ডিভাইস কী?

- রাউটার।


৬৭. VPN এর পূর্ণরূপ কী?

- Virtual Private Network।


৬৮. ডোমেইন নেম কী?

- ওয়েবসাইটের ঠিকানা।


৬৯. ম্যাক অ্যাড্রেস কী?

- ডিভাইসের ইউনিক আইডি।

somoy Academy 

৭০. প্রোগ্রামিং ল্যাংগুয়েজ উদাহরণ কী?

- Python, C++।

আরো ৩০টি প্রশ্ন ও উত্তর:


৭১. বিটকয়েন কী?

- ক্রিপ্টোকারেন্সি।


৭২. ওয়েবসাইটের গতি মাপার টুল কোনটি?

- Google PageSpeed Insights।


৭৩. ট্র্যাকিং কুকি কী?

- ব্যবহারকারীর ব্রাউজিং তথ্য সংগ্রহ করে।


৭৪. সার্ভারের কাজ কী?

- ডেটা এবং পরিষেবা সরবরাহ করা।


৭৫. ডেটা ক্যাশিং কী?

- দ্রুত অ্যাক্সেসের জন্য ডেটা সংরক্ষণ।


৭৬. উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা কে?

- জিমি ওয়েলস।


৭৭. কৃত্রিম বুদ্ধিমত্তার উদাহরণ কী?

- ChatGPT।


৭৮. ডেটা ট্রান্সমিশন পদ্ধতির নাম কী?

- সিরিয়াল এবং প্যারালাল।


৭৯. ফাইল কমপ্রেশন কী?

- ফাইলের আকার ছোট করা।


৮০. একটি পরিচিত সার্চ ইঞ্জিনের নাম কী?

- গুগল।


৮১. পাসওয়ার্ড ম্যানেজার কী?

- পাসওয়ার্ড সংরক্ষণকারী সফটওয়্যার।


৮২. AI এর পূর্ণরূপ কী?

- Artificial Intelligence।


৮৩. সাইবার হামলার ধরন কী?

- ফিশিং, ডিডস।

somoy Academy 

৮৪. ওয়েব ৩.০ কী?

- বিকেন্দ্রীকৃত ইন্টারনেট।


৮৫. রাউটারের কাজ কী?

- ডেটা প্যাকেট রাউটিং।


৮৬. পপ-আপ বিজ্ঞাপন কী?

- ব্রাউজারে স্বয়ংক্রিয় বিজ্ঞাপন।


৮৭. স্মার্ট কার্ড কী?

- মাইক্রোচিপ সংযুক্ত কার্ড।


৮৮. একটি জনপ্রিয় ব্রাউজার কী?

- গুগল ক্রোম।


৮৯. টেক্সট এডিটরের উদাহরণ কী?

- Notepad।


৯০. সাইবার নিরাপত্তার জন্য একটি টুল কী?

- Norton।


৯১. ক্লাউড কম্পিউটিং কী?

- অনলাইন তথ্য সংরক্ষণ এবং প্রসেসিং।


৯২. একটি জনপ্রিয় ওএস কী?

- Windows।


৯৩. ডেটা বেস কী?

- ডেটা সংরক্ষণের সংগঠিত জায়গা।


৯৪. ইমেল সার্ভার কী?

- মেইল প্রেরণ ও গ্রহণ করে।


৯৫. SSL সার্টিফিকেট কী?

- ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করে।

somoy Academy 

৯৬. ফিশিং কী?

- ভুয়া লিংক দিয়ে তথ্য চুরি।


৯৭. জাভাস্ক্রিপ্ট কী?

- একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।


৯৮. গুগল ড্রাইভ কী?

- অনলাইন ফাইল স্টোরেজ সেবা।


৯৯. বায়োমেট্রিক ডিভাইসের উদাহরণ কী?

- ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।


১০০. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কী?

- ওয়েবসাইটকে সার্চ র‍্যাঙ্কিংয়ে উন্নত করা।

somoy Academy 

আরো ২০টি প্রশ্ন ও উত্তর:


১০১. ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?

- মার্ক জাকারবার্গ।


১০২. ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদাহরণ কী?

- MySQL।


১০৩. HTML এর পূর্ণরূপ কী?

- Hypertext Markup Language।


১০৪. ডেটা সুরক্ষার জনপ্রিয় পদ্ধতি কোনটি?

- এনক্রিপশন।


১০৫. ওয়েবসাইট ডিজাইনের জন্য ব্যবহৃত ভাষা কী?

- CSS।


১০৬. ফেসবুকে অ্যাকাউন্ট হ্যাকিংয়ের প্রতিরোধ কী?

- দুই স্তরের প্রমাণীকরণ।


১০৭. একটি জনপ্রিয় ইমেইল সেবা কোনটি?

- Gmail।


১০৮. ডেটা স্টোরেজ ডিভাইসের উদাহরণ কী?

- হার্ড ড্রাইভ।


১০৯. প্রযুক্তিতে VR এর অর্থ কী?

- Virtual Reality।


১১০. কম্পিউটারের স্টোরেজ পরিমাপের ইউনিট কী?

- বাইট।

somoy Academy 

১১১. সাইবার হামলা থেকে সুরক্ষার প্রথম ধাপ কী?

- শক্তিশালী পাসওয়ার্ড।


১১২. একটি ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের উদাহরণ কী?

- Upwork।


১১৩. ওয়েব হোস্টিং কোম্পানির উদাহরণ কী?

- Bluehost।


১১৪. অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করেছে কে?

- গুগল।


১১৫. অনলাইন ব্যাংকিং কী?

- ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং।


১১৬. ডার্ক ওয়েবে প্রবেশ করার জন্য ব্যবহৃত ব্রাউজার কোনটি?

- টর ব্রাউজার।


১১৭. ইন্টারনেট গতি মাপার একটি টুলের নাম কী?

- Speedtest.net।


১১৮. ফেসবুকের লগোতে কোন রঙ ব্যবহার করা হয়?

- নীল।


১১৯. একটি কম্পিউটার প্রোগ্রাম কী দিয়ে লেখা হয়?

- প্রোগ্রামিং ভাষা।


১২০. ডেটা ট্রান্সফারের একটি মাধ্যম কী?

- পেনড্রাইভ।


আরো ২০টি প্রশ্ন ও উত্তর:


১২১. সোশ্যাল মিডিয়ার উদাহরণ কী?

- ফেসবুক, টুইটার।


১২২. ক্লাউড স্টোরেজ সেবার উদাহরণ কী?

- Google Drive।


১২৩. URL কী?

- ওয়েব ঠিকানা।


১২৪. ফায়ারওয়ালের কাজ কী?

- নেটওয়ার্ক সুরক্ষা।


১২৫. ফ্রি ওএস উদাহরণ কী?

- Ubuntu।


১২৬. ইন্টারনেট ব্যবহারে কোন প্রোটোকল ব্যবহৃত হয়?

- TCP/IP।


১২৭. ভিডিও কনফারেন্সিং টুলের উদাহরণ কী?

- Zoom।


১২৮. অপটিক্যাল ফাইবার কী দিয়ে তৈরি?

- কাঁচ বা প্লাস্টিক।


১২৯. একটি ই-কমার্স প্ল্যাটফর্মের উদাহরণ কী?

- Amazon।


১৩০. ডেটা ট্রান্সমিশনে কোন মাধ্যম দ্রুত?

- অপটিক্যাল ফাইবার।


১৩১. ওয়েবসাইট বানাতে ব্যবহৃত একটি টুল কী?

- WordPress।


১৩২. গুগল ক্রোম কোন ধরনের সফটওয়্যার?

- ওয়েব ব্রাউজার।


১৩৩. IPV4 কত বিটের?

- ৩২ বিট।


১৩৪. ইমেল সার্ভিসের উদাহরণ কী?

- Yahoo Mail।


১৩৫. ডেটা ট্রান্সফার ইউনিট কী?

- Mbps।


১৩৬. ব্লগ কী?

- অনলাইন ডায়েরি বা আর্টিকেল।


১৩৭. ডেটা সেন্টারের কাজ কী?

- তথ্য সংরক্ষণ ও পরিচালনা।


১৩৮. ওয়েব ব্রাউজারের উদাহরণ কী?

- Mozilla Firefox।


১৩৯. ক্যাশ মেমোরি কী?

- দ্রুত অ্যাক্সেসের জন্য অস্থায়ী মেমোরি।


১৪০. IoT ডিভাইসের উদাহরণ কী?

- স্মার্ট থার্মোস্ট্যাট।


somoy Academy