মায়ের কাছে চিঠি
মাগো, তুমি কেমন আছো
খুব জানতে ইচ্ছে করে,
তুমার কথা পড়লে মনে
অশ্রু শুধু ঝড়ে।
কই হারালো মাগো তোমার
আদর মাখা ছোয়া,
মাথার উপর আজ হাতটি রেখে
কেউ করে না দোয়া।
দু:খে ভরা মনটা আমার
কাদছে বারে-বার,
এই পৃথিবীর চির দু:খী
মা নেইকো যার।
Empowering Minds, Shaping Futures
মাগো, তুমি কেমন আছো
খুব জানতে ইচ্ছে করে,
তুমার কথা পড়লে মনে
অশ্রু শুধু ঝড়ে।
কই হারালো মাগো তোমার
আদর মাখা ছোয়া,
মাথার উপর আজ হাতটি রেখে
কেউ করে না দোয়া।
দু:খে ভরা মনটা আমার
কাদছে বারে-বার,
এই পৃথিবীর চির দু:খী
মা নেইকো যার।