google.com, pub-2773512790256173, DIRECT, f08c47fec0942fa0 বর্জন ভারতীয় পন্য ~ eTeacher

বর্জন ভারতীয় পন্য

 বর্জন ভারতীয় পন্য
এম এস শাওন


ভারতীয় পন্য করলে বর্জন, 
বাংলাদেশ করবে স্বাবলম্বিতা অর্জন। 


বর্জন করে ভারতীয় গরু,
গড়ে উঠেছে আমাদের দেশিয় খামার বহু। 


বন্ধ করে দিয়ে ভারতীয় ভিসা, 
কলকাতায় বসে বাবুরা মারে মশা। 


চিকিৎসার জন্য আগে যেতাম ভারতে
আর এখন,  যাই আমরা থাইল্যান্ড বা সিংগাপুরে। 


ভ্রমনেও কি আমরা কোনো অংশে কম! 
ভারতকে টপকে যাই নেপাল, ভুটান কিংবা United Kingdom । 


প্রিয় বাবু মহোদয়, যদিও তোমরা আমাদের বন্ধু বলো
বুকে টেনে নিয়ে তোমাদেরই স্বার্থ উদ্দার করো। 


আতিথেয়তায় বাংলাদেশ বিশ্ব সেরা
নিজ দেশের ইলিশ পাঠিয়ে প্রমাণ করেছি আমরা। 


করলাম বর্জন আমরা ভারতীয় পন্য
প্রয়োজনে উৎসগ্র করব প্রাণ স্বদেশের জন্য।