সমাপনী_পরীক্ষা_২০১৪ ইসলাম_ও_নৈতিক_শিক্ষা

#সমাপনী_পরীক্ষা_২০১৪
#ইসলাম_ও_নৈতিক_শিক্ষা
বহুনির্বাচনি (সম্বাব্য সাজেশন্স)
১৯পৃঃ-২,৭ ৬০পৃঃ-১,২,৩,৪,৫,৭ ৮৭পৃঃ-১,২,৩,৪,৬,৯,১০,১১,১২ ১০২পৃঃ-১,২,৩,৫,৬ ১৩৩পৃঃ-১,২,৪,৫,৬
১। সঠিক উত্তরটি খাতায় লেখ।
১.১। খালিক শব্দের অর্থ কী ? ক. দয়ালু খ. রিজিকদাতা গ.সর্বশক্তিমান ঘ.সৃষ্টিকর্তা
১.২। ইমান অর্থ কী ? ক. বিশ্বাস স্থাপন খ. অবিশ্বাস করা গ.তাকওয়া ঘ. সততা
১.৩। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদাত কোনটি ? ক. জাকাত খ. হজ গ. রোজা ঘ. সালাত
১.৪। ইমানের পরেই নিচের কোনটির স্থান ? ক. হজ খ. জাকাত গ. সালাত ঘ. রোজা
১.৫।ইসলাম কয়টি রুকনের ওপর প্রতিষ্ঠিত ? ক. পাচঁটি খ. ছয়টি গ. সাতটি ঘ. আটটি
১.৬। এবাদত মানে কী ? ক. আল্লাহ আল্লাহ করা খ. আনুগত্য করা গ. সিজদা করা ঘ. অনুগত
১। ৭। আল্লাহ তায়ালা মানুষকে কেন সৃষ্টি করেছেন ? ক.নামাজ পড়ার জন্য খ. রোজা রাখার জন্য গ. ইবাদাত করার জন্য ঘ. হজ করার জন্য

www.facebook.com/somoyacademybd
www.somoyacademy.org
১.৮। আল্লাহর বিধান কোথায় আছে ? ক. হাদিসে খ. বুখারি শরিফে গ. কুরআনে ঘ. মুসলিম শরিফে
১.৯। জামাতের সাথে সালাত আদায় করলে আল্লহ তায়ালা বান্দাকে কয়টি পুরস্কার দিবেন ?
ক. আটটি খ. সাতটি গ. ছয়টি ঘ. পাঁচটি
 
১.১০। জান্নাত লাভ করতে হলে আমাদের কী করতে হবে ?
ক. শুধু রাসুলের দেখানো পথে চলতে হবে
খ. সাহাবিদের দেখানো পথে চলতে হবে
গ. নিয়মিত সালাত আদায় করতে হবে
ঘ. রমজান মাসে রোজা রাখতে হবে
১.১১। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে ? ক. হজের ক. জাকাতের গ. নামাজের ঘ.রোজার
১.১২। সালাত মানুষের জন্য কেন গুরুত্বপূর্ণ ?ক. চরিত্র সংশোধনে বিশেষ ভূমিকা পালন করে খ. অপরের প্রতি দায়িত্ব সচেতন করে তোলে গ. মানুষকে দানশীল করে ঘ. মানুষ সম্পদের অধিকারী হয়
১.১৩। কখন সালাত আদায় করা আল্লহর হুকুম ? ক. বিয়ের পরখ সময় মতো গ. সময়ের আগে ঘ. বৃদ্ধকালে
১.১৪। সালাত একটি বড় - ক. নফল খ. ওয়াজিব গ. সুন্নত ঘ. এবাদত
১.১৫। মেয়েরা হাত বাঁধবে কোথায় ? ক. বুকের উপর খ. নাভীর উপরে গ. নাভীর নিচে ঘ.বুকের নিচে
১.১৬। মেয়েরা কীভাবে সিজদাহ করবে ? ক. সর্বাঙ্গ মিলিত অবস্থায় খ. পুরুষের মতো গ. হাত জাগিয়ে রাখবে ঘ. কোনোভাবেই হাত শরীরের সাথে মিলতে পারবে না
১.১৭। সালাতের ফরজ কয়টি ? ক. ১৫ টি খ. ১৪ টি গ. ১৩টি ঘ. ১২টি 

১.১৮। ওয়াজিব মানে কী ?
ক. অবশ্য করণীয় খ. যা আবশ্যিক নয় গ.ঐচ্ছিক ঘ. ফরজ
১.১৯। গুরুত্বের দিক থেকে ফরজের পরেই কোনটির স্থান ? ক. নফল খ. সুন্নত গ. ওয়াজিব ঘ. মুস্তাহাব
১.২০। সালাতের ওয়াজিব কয়টি ? ক. ১৩টি খ. ১৪ টি গ. ১৫টি ঘ. ১৬টি
১.২১। সাহু মানে কী ? ক. ভুল খ. সঠিক গ. সত্য ঘ. মিথ্যা
১.২২। সেজদা সাহু মানে কী ? ক. ভুল সংশোধনের সেজদা খ. বেঠিক করার সেজদা গ. নিয়মমাফিক করার সেজদা ঘ. অতিরিক্ত সেজদা
১.২৩। আল্লাহ তায়ালার ওপর পূর্ণ ইমান আনতে হলে তোমার কী করা উচিত ? ক. বেশি বেশি কুরআন পড়া খ. আল্লাহর
অস্তিত্ব সম্পর্কে জানা ও ইমান আনা গ. বেশি বেশি হাদিস পড়া ঘ. বেশি বেশি নফল ইবাদত করা
১.২৪। মনে করো তুমি এমন জায়গায় আছো যেখানে বসে অপরাধ করলে কেউ দেখবে না এমতাবস্থায় তুমি কী করবে ?
ক. অপরাধটি করবে খ. কোনো শাস্তি ভোগ করতে না হলে করবে গ.অপরাধটি এমনভাবে করবে যাতে কোনো প্রমাণ
না থাকে ঘ. আল্লাহর শাস্তির ভয়ে অপরাধ থেকে বিরত থাকবে
১.২৫। তুমি কীভাবে নিজেকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে তৈরি করতে পারবে ?
ক. বেশি বেশি গরিবদের সাহায্য করে খ. বেশি বেশি ধর্মীয় বই পড়ে গ. পীরের দরবারে গিয়ে পীরের সেবা করে
ঘ. আল্লাহর গুণাবলি , তাঁর বিধান , পুরস্কার ও শাস্তি সম্পর্কে জেনে অন্তরে বিশ্বাস করে
১.২৬। একজন মানুষ কীভাবে নিজেকে আদর্শবান মানুষ হিসেবে উস্থাপন করতে পারে ?
ক. ভালো মানুষের সাথে থেকে
খ. নৈতিকতা সম্পর্কিত বইপুস্তক পড়ে
গ. নিজেকে আল্লাহর গুণে গুণান্বিত করে
ঘ. ভালো ভালো কাজ করে
১.২৭। পৃথিবীর বিচিত্র সকল সৃষ্টির প্রতি গভীরভাবে মনোযোগ দিয়ে চিন্তা করলে কোন বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠে ?
ক. এগুলোর শৈল্পিক সৌন্দর্য অতি চমত্কার
খ. আল্লাহর একক সত্তার পরিচয় ফুটে উঠে
গ. এগুলো মানুষের তৈরি
ঘ. এগুলো একক সৃষ্টিকর্তার অক্ষমতা প্রকাশ করে
১.২৮। আখিরাতের বিশ্বাস কীভাবে মানুষকে যাবতীয় অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে ?
ক. অখিরাতে কোন কাজের হিসাব দিতে হবে না খ. আখিরাতে মানুষকে পুনরায় জীবিত করা হবে
গ. আখিরাতে ইহকালীন সমস্ত পাপ পুণ্যের হিসাব দিতে হবে ঘ. আখিরাতে শান্তি আর শান্তি
১.২৯। মৃত্যুর পর কবর একজন মানুষের জন্য কীভাবে আরামদায়ক হতে পারে ?
ক. পৃথিবীতে পাপ কাজ থেকে ফিরে থাকলে
খ. পৃথিবীতে বেশি বেশি পাপ কাজ করলে 
গ বেশি বেশি মানুষকে ভালো কাজে ডাকলেঘ. বেশি বেশি মানুষকে ইফতার করালে
১.৩০। নিচের কোনটি দীন ইসলামের খুঁটি ? ক. সালাত খ. রোজা গ. হজ ঘ. জাকাত
১.৩১। কুরআন মাজিদে কোন এবাদত কায়েমের জন্য বার বার হুকুম দেওয়া হয়েছে ? ক. সালাত খ. হজ গ. জাকাত ঘ. রোজা
১.৩২। বান্দা কীভাবে আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করতে পারে ?
ক.সালাত আদায়ের মাধ্যমে খ.সহজ সরল জীবন যাপনের মাধ্যমে গ. প্রচুর ধন সম্পদ থাকলে ঘ. দান খয়রাত করলে
১.৩৩। সালাতের মাধ্যমে মানুষ - ক.নিষ্পাপ হয়ে যায় খ. ভদ্র হয়ে যায় গ. সভ্য হয়ে যায় ঘ. পাপী হয়ে যায়
১.৩৪। মিজান অর্থ কী ? ক. পরিমাপক যন্ত্র খ. ফেরেশতা গ. আমলনামা ঘ. চিরস্থায়ী
১.৩৫। আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ কারা - ক. মুমিনগণ খ. মুসলমানরা গ. নামাজিরা ঘ.নবি - রসুলগণ
১.৩৬। আল্লাহর বান্দা হিসেবে আমাদের কী করা উচিত ?
ক. আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা খ. আল্লাহর নিষেধের অনুগত থাকা গ. শুধু নবিদের আনুগত্য স্বীকার করা ঘ. আল্লাহর আদেশের প্রতি সম্মান জানানো
১.৩৭। তুমি কিসের মাধ্যমে আল্লাহর প্রতি সব থেকে বেশি আনুগত্য প্রকাশ. করতে পারো বলে মনে করো ?
ক. সালাতের মাধ্যমে খ. যিকিরের মাধ্যমে গ. রোজার মাধ্যমে ঘ. জাকাতের মাধ্যমে
১.৩৮। কোন কাজটি করলে তুমি আল্লাহ বিধানমতো চলে আল্লাহর প্রিয় বান্দাদের পর্যায়ে শামিল হতে পারবে ?
ক. গরিবদের খাবার দিলে খ.নিয়মিতপাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে গ. বেশি করে নফল রোজা রাখলে ঘ.
বেশি করে নফল নামাজ আদায় করলে
১.৩৯। মনে করো তোমাদের গ্রামে অনেক গরিব আছে কীভাবে এই গরিবদের সংখ্যা কমিয়ে ধনী গরিবের ব্যবধান
কমানো যাবে ?
ক. ধনীরা হিসাব করে জাকাত দিলে খ. গরিবরা সচেতন হলে
গ. ধনীরা বেশি বেশি দান করলে ঘ. ধনীরা অধিকার সচেতন হলে
১.৪০। রুকন মানে কী ? ক. স্তর খ. খুটিঁ গ.সীমানা ঘ. পর্দা
শূণ্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখ
1 মদিনা সনদে -------------টিধারা ছিল।
2 হযরত দাউদ (আ) শৈশবে -------চরাতেন।
3চেষ্টা ও শ্রম ----------চাবিকাঠি।
4সালাত দীন ইসলামের ----------।
5জীবনে ----------হজ করা ফরজ।
সংক্ষেপে উত্তরঃ
২০পৃঃ-২,৪ ৬২পৃঃ-৪,১৩ ৮৯পৃঃ-১,৬,৮,১১ ১৩৫পৃঃ-১৩
1 ইমান শব্দের অর্থ কী? 2 মুসাফির কাকে বলে? 3 জাকাত কাকে বলে? 4 মাখরাজ কয়টি?
১. ইমান শব্দের অর্থ কী ? ২. আখিরাত কাকে বলে ? ৩. ইবাদত কাকে বলে ? ৪. সাওম কাকে বলে ?
৫. হজের ফরজ কয়টি ও কী কী ?৬. আমরা পিতামাতার সাথে কীরুপ ব্যবহার করব ? ৭. প্রাকৃতিক পরিবেশ কাকে বলে ? ৮. মাখরাজ কয়টি ? ৯. আকাইদ কাকে বলে ? ১০. হযরত মুহাম্মদ (স) কোন বংশে জন্মগ্রহণ করেন ?
১১. হযরত সুলায়মান (আ) – এর পিতার নাম কী ? ১২. আনসার কারা ?১৩. বিদায় হজ কাকে বলে ?
১৪. আখলাক শব্দের অর্থ কী ? ১৫. হজরত মুহাম্মাদ (স) কত বচ্ছর বয়সে নবুআত লাভ করে ?
রচনা মূলক প্রশ্ন -
রচনামূলক প্রশ্নপৃষ্ঠা নং : ২১→৩,৪, ৬ পৃষ্ঠা নং : ৬৩→৭, ৮,১২ ১৪ পৃষ্ঠা নং : ৯০→১,৮ , ১০ পৃষ্ঠা নং : ১০৮→১,১০,৬পৃষ্ঠা নং : ১৪০→৬(২ টি)সংক্ষিপ্ত প্রশ্নপৃষ্ঠা নং : ২০→৩পৃষ্ঠা নং : ২১→৫,২পৃষ্ঠা নং : ৬২→৮,৫,৭,৯পৃষ্ঠা নং : ৯০→৪,৫পৃষ্ঠা নং : ১০৮→৪পৃষ্ঠা নং : ১৩৯→৬,১০ ১০৪পৃঃ-৩,১১

1ধর্মীয় অনুশাসন পালনে নিষ্ঠা ও আন্তরিকতার ৫টি সুফল সম্পর্কে লিখ।
2 আমরা কীভাবে মানুষের সেবা করব? ৫টি বাক্যে লিখ।
3 হযরত ইবরাহীম (আ.) অগ্নিকুন্ডে কীভাবে অক্ষত থাকেন ৫টি বাক্যে বর্ণনা কর।
4| আখিরাত কাকে বলে ? আখিরাতের জন্য বাস্তব জীবনে মানুষের করনীয় কাজগুলো বর্ননা করো |
5| আসমানী কিতাব কাকে বলে ? প্রসিদ্ধ আসমানী কিতাব কয়টি ও কী কী ?

১. একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত – এ সম্পর্কে ১০ টি বাক্য লেখ ।
২. সালাতের গুরুত্ব বর্ণনা কর । ৩. ইবাদতের তাৎপর্য বর্ণনা কর । ৪. হজের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা কর ।
৫. কী কী উপায়ে দেশের প্রতি ভালবাসা প্রকাশ করা যায় ?৬. প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাচার আমরা কী কী কৌশল অবলম্বন করব। ৭. হজরত ওউমর (রা) - এর সততার পরিচয় দাও ।
৮. সূরা ফীলের অর্থ লিখ । ৯. বিদায় হজে মহানবি (স) যে ভাষণ দিয়েছিলেন তা সংক্ষেপে লেখ ।১০. কুরআন মাজিদ
শিক্ষার গুরুত্ব আলোচনা কর

প্রশ্ন: মুসলমানদের জন্য রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে ৫টি বাক্য লিখ।
প্রশ্ন: কোরআন তেলাওয়াত করলেন কি শিক্ষা লাভ করা যায় এই সম্পর্কে ৫টি বাক্য লিখ।
প্রশ্ন: আমরা পিতামাতার খেদমত করব কেন এই বিষয়ে ৫টি বাক্য লিখ।
বিঃ দ্র; ভালো ফলাফল পেতে সম্পূর্ন বই ও উপরের সম্পূর্ণ সাজেশন্স পড়তে হবে।
ধন্যবাদ

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ 
www.facebook.com/somoyacademybd
www.somoyacademy.org