অভিনন্দন বার্তা

সু প্রিয় ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিবাবক ও আমাদের সকল অনুসারি সকলকে সময় একাডেমীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের JSC ফাইনাল সাজেশন্স গুলো আমাদের নির্ধারিত কপি থেকেও বেশি প্রকাশ/বিক্রয় করতে হচ্ছে। সময় একাডেমী JSC ফাইনাল সাজেশন্স সমূহ চাহিদা দিন দিন বেড়েই চলছে। তাই আমারা গর্বিত। সেই সাথে সকল ছাত্র-ছাত্রী , শিক্ষক, অভিবাবক ও সকল অনুসারিদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে সহযোগিতা করার জন্য। পরীক্ষাথী বন্ধুরা তোমরা সাজেশন্সটি খুব ভালোকরে অনুশরণ কর। সেই সাথে তোমরা তোমাদের শ্রেণি শিক্ষক, হোম টিউটর বা একাডেমী/কোচিং এর শিক্ষদের কাছথেকে কিছু কৌশল শিখে না সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার। মনে রাখবে অভিজ্ঞতা ও যোগ্যতা থাকলেই সফল হওয়া যায় না, তার সাথে কৌশুলি হতে হয়। বন্ধুরা , সাজেশন্সটির পাশা পাশি অবশ্যই তোমরা পাঠ্য বইটি খুব ভালো করে পড়বে।পাঠ্য বইয়ের বিকল্প কিছুই হতে পারে না। তাহলেই ইনশাল্লা তোমাদের A+ নিশ্চিত হবে।
সকলের প্রতি শুভ কামনা রইল।
---- সময় একাডেমী

https://www.facebook.com/somoyacademybd