৮ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ (২৩৯ যাত্রী নিখোজ) , ১৭ জুলাই একই এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ১৭ নেদারল্যান্ডসের রাজধানী
আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাওয়ার পথে ক্ষেপণাস্ত্র
হামলার শিকার (মৃত্যু ২৯৮ জন) , ২৩ জুলাই তাইওয়ানে জরুরি অবতরণে ব্যর্থ হয়ে দেশটির অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ট্রান্সএশিয়া এয়ারওয়েজের ফ্লাইট জিই২২২ বিধ্বস্ত (মৃত্যু ৪৭ জনের) , ফিরে তাকাতে না তাকাতেই আজ আলজেরিয়ার এএইচ৫০১৭ ফ্লাইটটি সাব সাহারা এলাকায় বিধ্বস্ত হয়েছে (মৃত্যু ১১৬ জন)। এ যেন যাত্রীবাহী বিমানের উপর বয়ে যাওয়া ট্রাজেডী। খুব দুঃচিন্তায় আছেন প্রতিনিয়ত বিমান যাত্রীরা। এখন যেন বিমানে উঠলেই মনে হয় মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছি। যানি না কার ছত্রছায়ায় এই দূররঘটনা গুলো ঘঠছে।