বাংলা ১ম পত্র (জেএসসি পরীক্ষার প্রস্তুতি)



বাংলা ১ম পত্র
জেএসসি পরীক্ষার প্রস্তুতি
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো
 শিল্পকলার নানা দিকn
২১. শিল্পকলার নিজস্ব বৈশিষ্ট্যের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ যেটি
ক. বিশেষ রূপ খ. ছন্দ গ. বিশেষ কাল
ঘ. বিশেষ গড়ন
সঠিক উত্তর: গ. বিশেষ কাল
২২. সুন্দরের এক রূপের নাম স্বাধীনতা আর অন্য রূপ
ক. পরাধীনতা খ. শৃঙ্খলা
গ. যা খুশি তাই করা ঘ. একগুঁয়েমি
সঠিক উত্তর: গ. যা খুশি তাই করা
২৩. মানুষের মন প্রয়োজন মেটাতেই তৃপ্ত থাকে না, পাশাপাশি
ক. আশা করে সুন্দরকে
খ. আশা করে বিলাসিতাকে
গ. আশা করে কৃত্রিমতাকে
ঘ. আশা করে স্বপ্নকে
সঠিক উত্তর: ক. আশা করে সুন্দরকে
২৪. সুন্দরকে প্রকাশের যে মাধ্যম তার সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ হচ্ছে
ক. চিত্রকলা খ. ভাস্কর্য
গ. স্থাপত্য ঘ. চিকিৎসাবিজ্ঞান
সঠিক উত্তর: ঘ. চিকিৎসাবিজ্ঞান
২৫. একই বিন্দু থেকে সকল পাপড়ি বিন্দুর চারদিকে ছড়িয়ে থাকে যে’—
এই সংজ্ঞার সঙ্গে সাদৃশ্য আছে যেটির
ক. বৃত্ত খ. গাছ গ. ফুল ঘ. পাখি
সঠিক উত্তর: গ. ফুল
২৬. শিল্পকলার নানা দিকপ্রবন্ধে লেখকের মতে সবার জন্য অপরিহার্য বিষয় কী?
ক. চিত্রকলা চর্চা খ. নৃত্যকলা চর্চা
গ. সংগীতকলা চর্চা ঘ. শিল্পকলা চর্চা
সঠিক উত্তর: ঘ. শিল্পকলা চর্চা
২৭. শিল্পকলার নানা দিকপ্রবন্ধটিতে লেখক তাঁর যে ধারণা ব্যক্ত করেছেন তা
ক. সুন্দরের খ. চিত্রকলার
গ. ভাস্কর্যের ঘ. নৃত্যকলার
সঠিক উত্তর: ক. সুন্দরের
২৮. শিল্পকলার নানা দিকপ্রবন্ধটির আলোকে সুন্দরের প্রকাশের জন্য প্রয়োজন
ক. চিত্র খ. মাধ্যম গ. ভাব ঘ. ভাষা
সঠিক উত্তর: খ. মাধ্যম
২৯. রসকিসের আহরিত অনুভূতি?
ক. শিল্পের খ. কাব্যের
গ. সাহিত্যের ঘ. কল্যাণের
সঠিক উত্তর: গ. সাহিত্যের
৩০. সব সুন্দরই সরাসরি প্রয়োজনের বাইরেকথাটি কাদের?
ক. সব কবির খ. সব মেধার
গ. শিল্পীর ঘ. সব জ্ঞানীর
সঠিক উত্তর: ঘ. সব জ্ঞানীর
 মংডুর পথেn
১. বিপ্রদাশ বড়ুয়ার জন্ম কত সালে?
ক. ১৯৪০ খ. ১৯৪১ গ. ১৯৪২ ঘ. ১৯৪৩ সালে
সঠিক উত্তর: ক. ১৯৪০ সালে
২. বিপ্রদাশ বড়ুয়া কর্মরত ছিলেন
ক. বাংলা একাডেমী খ. শিশু একাডেমী
গ. শিল্পকলা একাডেমী
ঘ. নজরুল ইনস্টিটিউট
সঠিক উত্তর: খ. শিশু একাডেমী
৩. বিচিত্র ও বিপরীতধর্মী নানা রকম দুর্গন্ধ কিসে?
ক. তোশকে খ. কাঠের মেঝেতে
গ. কাঠের দেওয়ালে ঘ. মশারিতে
সঠিক উত্তর: ঘ. মশারিতে
৪. প্লাস্টিকের টুল সম্ভবত কোথা থেকে আমদানি করা?
ক. বাংলাদেশ খ. চীন গ. জাপান ঘ. কোরিয়া
সঠিক উত্তর: খ. চীন
৫. রেস্তোরাঁর মালকিন কী?
ক. রাখাইন খ. রোহিঙ্গা গ. চাকমা ঘ. বার্মিজ
সঠিক উত্তর: ক. রাখাইন
৬. রান্নাঘর থেকে ছুটে এল
ক. একটি মেয়ে খ. একটি ছেলে
গ. একজন বৃদ্ধ ঘ. একজন বৃদ্ধা
সঠিক উত্তর: ক. একটি মেয়ে
৭. মেয়েটি কোন ভাষায় কথা বলতে পারত?
ক. চট্টগ্রামের ভাষায় খ. হিন্দি ভাষায়
গ. বর্মী ভাষায় ঘ. পাঞ্জাবি ভাষায়
সঠিক উত্তর: ক. চট্টগ্রামের ভাষায়