বাংলাদেশ ও বিশ্বপরিচয় (জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি)



বাংলাদেশ ও বিশ্বপরিচয়
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি
অধ্যায়-৭
প্রিয়শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের  অধ্যায়-৭ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর

১. শাসন বিভাগ গঠিত
i. রাষ্ট্রপ্রধানের কর্মকর্তাদের নিয়ে ii. সরকারপ্রধানের কর্মকর্তাদের নিয়ে
iii. সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে
কোনটি সঠিক?       . ii খ. iii গ. i ঘ. i, ii iii
২. সুপ্রিম কোর্টের প্রধানকে কী বলা হয়?
ক. বিচারক খ. প্রধান বিচারপতি গ. বিচারপতি ঘ. আইনপ্রণেতা
৩. প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন?
ক. প্রধানমন্ত্রী খ. রাষ্ট্রপতি গ. মন্ত্রী ঘ. আইনমন্ত্রী
৪. সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৫. যে বিভাগ আইন অনুযায়ী বিচার করে, তাকে কী বলে?
ক. শাসন বিভাগ খ. জাতীয় সংসদ গ. আইন বিভাগ ঘ. বিচার বিভাগ
৬. বিচার বিভাগ কাদের নিয়ে গঠিত?
ক. বিচারপতিদের খ. সাংসদদের গ. আইনজীবীদের ঘ. মন্ত্রীদের
৭. ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে কী বোঝায়?
ক. রাষ্ট্রের শাসনকাজে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারী
খ. গণভবনে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারী
গ. বঙ্গভবনে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারী
ঘ. আইনমন্ত্রীর কার্যালয়ে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারী
৮. আইন বিভাগের কাজ হলো
i. বাজেট অনুমোদন করা ii. কর ধার্য করা iii. বিচার করা
কোনটি সঠিক?          . ii খ. iii গ. i ঘ. i ii

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
১. ঘ ২. ঘ ৩. খ ৪. খ ৫. ক ৬. ঘ ৭. ক ৮. ক ৯. ঘ